নূরকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
ইসরাইলি গোয়েন্দা হিসেবে পরিচিত দেশটির ডানপন্থী রাজনৈতিক দল লিকুদ পার্টির নেতা ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
রবিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের একটি ছবি ভাইরাল হয়েছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে তার একটি ছবি দেখা গেছে। যেখানে নূর রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে নানা গোপন বৈঠক করেছে। তাদের ছবিটি নূরের লোকজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে। এ ছাড়া মেন্দি এন সাফাদির ঘনিষ্ঠ এক লোকের সঙ্গেও নূরের একটি অডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নূর করেছে, আমরা আশা করি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বক্তারা আরও বলেন, নূর হজ করতে গিয়ে মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে। এটি ষড়যন্ত্রের ইঙ্গিত, সেই সঙ্গে দেশের জন্যও হুমকিস্বরূপ। সরকারের উচিৎ অনতিবিলম্বে নূরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ নুরুল হক নূর দেশে ফিরলেই তাকে যেভাবেই হোক প্রতিহত করবে।
এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, আমিরুল ইসলাম বুলবুল, ইয়াসিন তূর্য, ভাস্কর রাশাসহ ঢাকা মহানগর ও এর আশপাশ এলাকা থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ নুরুল হক নূরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ দিয়েছিল তার অগ্রগতি জানতে থানায় যান।
উল্লেখ্য, সাম্প্রতিককালে হজের উদ্দেশে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর দেশত্যাগ করেন। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) ফেসবুকে বিভিন্ন আইডি এবং পেজ থেকে নূর ও মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির ছবি ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে, নূর ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে দুবাইয়ে বৈঠক করেছেন। আবার বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ছবি তোলাকে কেন্দ্র করে একটি অডিও ক্লিপও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে নূর ও তার দলের দাবি, এগুলো মিথ্যা ও এডিটিং করা।
এসজি