রাষ্ট্র মেরামতের ২৭ দফায় কিছুই পরিষ্কার নয়: ববি হাজ্জাজ
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বিএনপি কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ২৭ দফাকে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। দলটি তাদের নির্বাচনী ইশতেহারের সারাংশ প্রকাশ করেছে মাত্র। একটি রাষ্ট্রের “কাঠামোগত” এবং “চরিত্রগত” পরিবর্তন ছাড়া সেই রাষ্ট্রের আমূল সংষ্কার সম্ভব নয়। বিএনপি পরিষ্কার করে নাই তারা কি ধরণের কাঠামোগত সংষ্কার বাস্তবায়ন করতে চায়। তারা কিভাবে স্বাধীন সংবিধান সংষ্কার কমিশন গঠন করবে সেটার রুপরেখা আমরা জানতে চাই। সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ বাতিলের সরাসরি ঘোষণা তাদের থেকে প্রত্যাশিত ছিলো। এটা এড়িয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের রুপরেখা নিয়ে এনডিএম এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, সামরিক বাহিনী নিয়ে তাদের বক্তব্য পরোক্ষভাবে আমাদের দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতাকে ছোট করছে বলে আমরা মনে করি। কিভাবে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনবে সেটাও পরিষ্কার নয়। আমাদের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং আনুপাতিক ভোটের হারের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন ব্যবস্থা ছাড়া এটা সম্ভব নয়।
বিএনপির প্রস্তাবিত দফাগুলোকে অষ্পষ্ট দাবি করে ববি হাজ্জাজ বলেন, “প্রতিহিংসামূলক রাজনৈতিক অবস্থানের বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে তাদের প্রস্তাবিত “রঙধনু জাতি” প্রতিষ্ঠার ধারণা পরিষ্কার নয়। কিভাবে তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবে সেটা পরিষ্কার করে নয়। “সবার জন্য স্বাস্থ্য” বাস্তবায়নে যুক্তরাজ্যের “এনএইচএস” এখানে কাজ করবে বলে আমরা মনে করি না। যুব নীতিমালা বা যুব সমাজের কর্মসংস্থান নিয়ে দলটি নীতিনির্ধারণী কোন বক্তব্য বা সৃষ্টিশীল সমাধান দেখাতে পারে নাই”।
বিএনপি কর্তৃক প্রচারিত বাংলাদেশী জাতীয়তাবাদের সংজ্ঞার আওতায় “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” কথাটি প্রযোজ্য নয় দাবি করে সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বিএনপির কাছে কোন পরিধি এবং কার্যক্রমের আওতায় তারা “অর্থনৈতিক সংষ্কার কমিশন” গঠন করবে সেটা জানতে চান। এসময় তিনি বিএনপি আমলে প্রণীত দায়মুক্তি অধ্যাদেশ নিয়ে তাদের প্রস্তাবনায় কোন বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান, নির্বাহী সদস্য এডভোকেট নূর উল্লাহ, আদনান সানি প্রমুখ।
এনএইচবি/এএস