সোহরাওয়ার্দীতে ক্ষমতাসীন ১৪ দলের জনসভা আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৯ ডিসেম্বর) জনসভা করবে ১৪ দলীয় জোট। এতে বক্তব্য রাখবেন ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।
সোমবার কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হবে।
১৪ দলের দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের সমাবেশ ঘিরে প্রস্তুতি সভা করে ক্ষমতাসীন জোটটি।
এসএন
