‘সরকারি দলের আত্মবিশ্বাস তলানীতে’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দলের রাজনৈতিক আত্মবিশ্বাস তলানীতে যেয়ে ঠেকেছে। প্রতিদিন তারা তাদের দেউলিয়াত্ব প্রদর্শন করে চলেছে। বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। নিজের নাক কেটে তারা বিরোধীদের যাত্রাভঙ্গ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর আরও একবার সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ বাঁধাগ্রস্ত করতে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে, হরতাল পরিস্থিতি তৈরি করেছে তা রীতিমতো নজিরবিহীন। কিন্তু তাতে বিরোধীদের সমাবেশে জনস্রোত বন্ধ করা যায়নি।’
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির কংগ্রেস প্রস্তুতি কমিটির সভায় মিটিং এর সভাপতি হিসেবে এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, ‘বিরোধীদের দমন নিপীড়নের পথে সরকার তার অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে যেয়ে গোটা দেশকে আজ ভয়ংকর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার গঠনে বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ ব্যতিরেকে বিদ্যমান সংকট উত্তরণের কোনো অবকাশ নেই।’
সভায় বক্তব্যে রাখেন দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মো. শিমুল, প্রস্তুতি কমিটির সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, বাবর চৌধুরী প্রমুখ।
সভায় আগামী ৬-৯ জানুয়াররি ২০২৩ পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় ও কংগ্রেস সফল করার আহ্বান জানানো হয়।
এমএমএ/