‘জনতার আদালতে ফ্যাসিস্ট সরকারের বিচার হবে’

বিরোধী মতের সভা সমাবেশ কেন্দ্র করে কর্তৃত্ববাদী সরকারের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানীতে বিরোধী মতের সভা সমাবেশ কেন্দ্র করে কর্তৃত্ববাদী সরকার গণগ্রেপ্তার করছে। গত দু'দিন জনতার উপর নিপীড়নের এই গণগ্রেপ্তারে গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জজ মিয়া ও লালবাগ থানার আহ্বায়ক বাবুল হোসেনসহ ৫ কর্মী গ্রেপ্তার হয়।
সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করা শক্তি সব সময়ই জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে ভয় পেয়ে নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অবিলম্বে বিরোধী মতের উপর ন্যক্কারজনক হামলা ও মিথ্যা মামলা বন্ধ না করলে গণআন্দোলন গড়ে তুলে জনতার আদালতে ফ্যাসিস্ট সরকারের বিচার হবে।
এমএইচ/এসজি
