‘আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে’
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে ধারাবাহিকভাবে মিথ্যাচার এবং প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি বলেন, বর্তমান মেয়াদই আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদ। এই ১৫ বছরে রাষ্ট্র পরিচালনায় ধারাবাহিক ব্যর্থতা, উন্নয়নের নামে জনগণের সঙ্গে করা প্রতারণা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মিথ্যাচারের জন্য আগামী ১৫ বছর ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক ব্যর্থতার প্রতিবাদে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কৃত্রিম সন্তুষ্টিতে থাকা এই সরকার যখন আইএমএফ এর কাছে ঋণ চাইল তখনই আমাদের রিজার্ভের প্রকৃত তথ্য জানতে পারল জনগণ। করোনার পর বিপুল পরিমাণ আমদানি ব্যয়, বিদেশি ঋণ পরিশোধ এবং গত তিন মেয়াদে বিদেশে অর্থ পাচারের ফলে দেশ আজ ডলার সংকটে। মূল্যস্ফীতি নিয়েও সব সময় মিথ্যাচার করে আসছে এই সরকার। ফলে দেশের মানুষ আজ বহুমুখী সংকটে।
তিনি বলেন, সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। প্রশাসন এবং আমলানির্ভর কোনো সরকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে না। এরা মিথ্যাবাদী। নির্বাচন নিয়ে, ভোটাধিকার নিয়ে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে তারা বহির্বিশ্ব এবং দেশের জনগণের সামনে মিথ্যা গল্প শোনাচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে সারা দেশে একদলীয় শাসনের ভয়াল পরিবেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার।
এনডিএম চেয়ারম্যান আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণতন্ত্রকামী সব শক্তিকে রাজপথে থাকতে হবে। জাতীয় পার্টির মতো গণদুশমনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে আর কোনো নীলনকশার নির্বাচন করতে দেওয়া হবে না।
সমাবেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং বিরোধী রাজনৈতিক সভা-সমাবেশে বাধা ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিএমের বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরী প্রমুখ।
এনএইচবি/এসজি