বিএনপি নেতা আলালকে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের নেতাদের নিয়ে অশ্লীন বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পক ব্যারিস্টার বিপ্লব বড়ুুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
অন্যদিকে তাকে রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করা হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগ এর বিবৃতিতে আরও বলা হয়-বঙ্গবন্ধুর হতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। ঐতিহ্যগতভাবেই রাজনীতিতে বিনয়, সহমর্মিতা, পরমতাসহিষ্ণতা চর্চা করে আওয়ামী লীগ। দলে কিংবা সরকারের কেউ শিষ্টাচার বহির্ভূত কাজ করলে তাকে ছাড় দেয়া হয়না, এ কথা দেশরত্ন শেখ হাসিনা বার বার প্রমাণ করেছেন। যত বড় রাজনৈতিক পরিচয় হোক, অন্যায়, অনিয়ম কিংবা রাজনৈতিক শিষ্টাচার অথবা শৃঙ্খলা বহির্ভূত কাজ করলে দল কখনো তার পক্ষে দাঁড়ায় না।
দেশবাসী দেখেছে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য এবং অসৎ আচারণের জন্য দেশরত্ন শেখ হাসিনা ছাড় দেয়নি। আর তার বিপরীতে দেশবাসী দেখলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশালীন বক্তব্যকে নির্লজ্জভাবে কীভাবে দলীয় সমর্থন দিল। দেশবাসী বিস্মিত, ক্ষুব্ধ এবং লজ্জিত। বিএনপি নেতারা রাজনৈতিক শিষ্টাচারকে ভু-লণ্ঠিত করেছে। বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর শ্রদ্ধাবোধের পরিবেশকে কলুষিত করে আসছে।
অশ্লীল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। তা না হলে ধরে নেব এটা বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আশা করছি বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।