মার্চে ফের সমাবেশ কর্মসূচিতে বিএনপি
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে স্থগিত রাখা বিভাগীয় শহর ও জেলা সমাবেশের মধ্যদিয়ে আবারও কর্মসূচিতে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির দায়িত্বশীল একটি সূত্র ঢাকাপ্রকাশকে তথ্য নিশ্চিত করেছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে চলমান সমাবেশ কর্মসূচি হঠাৎ করে আবারও করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে বিএনপি স্থগিত করেছিল।
যদিও সমাবেশ কর্মসূচি পুনঃনির্ধারণের অর্থ স্থগিত কিনা- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম জানিয়েছিলেন, ‘আমরা বলেছি যে, আমরা তারিখটা পুনঃনির্ধারণ করেছি। আমরা স্থগিত বলিনি।’
গত ১৩ জানুয়ারি করোনার নতুন ধরন অমিক্রন বিস্তার লাভ করায় সরকার ১১টি নির্দেশনা দিয়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল।
১৪ জানুয়ারি শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটি এমন সিদ্ধান্ত জানায়।
সমাবেশ কর্মসূচি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেছিলেন, 'আমরা বলেছি, যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা অযৌক্তিক ও অকার্যকর। কিন্তু জনস্বার্থ ও প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের এই সমাবেশগুলোর তারিখ পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি।’
একইসঙ্গে এ অবস্থায় নতুন নির্ধারিত সময়ে সভা-সমাবেশ করার জন্য প্রস্তুতি অব্যাহত রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আপনারা দেখেছেন যে, ডয়েচে ভেলের একটি সার্ভে হয়েছে। সেই সার্ভেতে জিজ্ঞাসা করা হয়েছিল—এটা কী সরকার রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য করেছে, নাকি স্বাস্থ্যবিধি মানার জন্য করেছে?'
'সেই সার্ভেতে ৮৮ শতাংশ মানুষ বলেছে যে, এটা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য করা হয়েছে।'
এদিকে নতুন করে সমাবেশ কর্মসূচির দিন তারিখ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকাপ্রকাশকে বলেন, কিছুদিনের মধ্যেই বিএনপির বিভাগীয় ও জেলা পর্যায়ে যে সকল সমাবেশ কর্মসূচি হঠাৎ করে অদৃশ্য মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সময় পুনঃনির্ধারণ করা হয়ে ছিল তা আবারও শুরু করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অবহিত করবেন কবে থেকে আবারও সমাবেশ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপি।
এমএইচ/এমএমএ/