উপজেলা আওয়ামী লীগ থেকেও বহিষ্কার মুরাদ

ডা.মুরাদ হাসান
প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর একের পর এক সব কিছু হারাচ্ছেন ডা.মুরাদ হাসান।
মঙ্গলবার জামাল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার (৮ ডিসেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচার বহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আজ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় মুরাদকে উপজেলা কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
এসএম/এমএমএ/
