বাপ্পী লাহিড়ীর প্রয়াণে শোকাহত বি. চৌধুরী ও মেজর (অব.) মান্নান

ঢাকা প্রকাশ ডেস্ক
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, রাজনৈতিক দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী বলিউডের বাঙালি তারকা গায়ক বাপ্পী লাহিড়ীর মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন। বলেছেন, ‘তার প্রয়াণে বাংলা গান ও ভারতীয় উপমহাদেশ একজন কিংবদন্তী শিল্পীকে হারিয়েছে।’
শোক বাণীতে ডা. চৌধুরী বলেছেন, ‘ভারতীয় বাংলা গানের অত্যন্ত জনপ্রিয় ধারার গায়ক, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক এই মানুষটি বলিউডও মাতিয়েছেন। বাপ্পীর মৃত্যুতে ভারতীয় উপমহাদেশ বলিউডের একজন তারকাকে হারালো, ভারতের বিভিন্ন ভাষার গান একজন কিংবদন্তীর চলে যাওয়া দেখলো।’
তার দল বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ও এই দেশের অন্যতম প্রধান শিল্প উদ্যোক্তা মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, ‘অসাধারণ প্রতিভাবান ও অনেকগুলো কালজয়ী গানের স্রষ্টা বাপ্পী লাহিড়ীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। কেননা, তিনি কেবল ভারতেই নয়, বাংলা গানের অনুরাগী বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও হিন্দি-বাংলা ভাষাভাষীদের কাছে খুব জনপ্রিয় ছিলেন।’
অধ্যাপক ডা. বি. চৌধুরী ও মেজর (অব.) আবদুল মান্নান বাপ্পী লাহিড়ীর আত্মার শান্তি কামনা করেছেন। তারা তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ওএস।
