বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশ ত্যাগের তিন মাস পর আওয়ামী লীগ ঢাকায় একটি কর্মসূচি ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে; পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। এ নিয়ে জনমনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

রোববার দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ নিজের ফেসবুক পেজে আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি মন্তব্য করেন, “একটি পরিবার দেশটাকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে, যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।”

সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে, দুপুর ১টার দিকে একটি পোস্টে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরব হন। রাজধানীর জিরো পয়েন্টে দুই আওয়ামী লীগ কর্মীকে আটকের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, “একটি পরিবার ও তাদের অনুসারীরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন এবং গণতন্ত্র হত্যা করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সংগঠনকে ধ্বংস করেছে। এখন সেই পরিবার বিদেশে বসে পাচারকৃত টাকার পাহাড়ে বসে খেলা দেখছে এবং নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে।”

 

এদিকে, শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ নভেম্বর ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তাদের এই কর্মসূচির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে গণজমায়েতের ডাক দেয়। কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

আগামী দিনে এ সংঘাতমূলক পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে জনমনে উদ্বেগের পাশাপাশি নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

Header Ad

‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?

ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে #WeAreNahid হ্যাশট্যাগটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, অ্যাক্টিভিস্ট, এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এ হ্যাশট্যাগ ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। এর মাধ্যমে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হচ্ছে।

নাহিদ ইসলামকে নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর থেকেই এই সমর্থন জোরালো হয়ে ওঠে। সম্প্রতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে নাহিদের সুপারিশ সংবলিত একটি নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, এটি মিথ্যা প্রচারণা এবং তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল, অথচ এই পুরনো নথি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

নাহিদ ইসলাম আরও জানান, ওই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানার পর নিয়োগ বাতিল করা হয়। তা সত্ত্বেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় আওয়ামী বিরোধী একটি অংশ এবং ছাত্র আন্দোলনের পক্ষের কিছু ব্যক্তিকে দায়ী করেন তিনি।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তবে সেটি মূলত তাদের ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ব্যাপারে ছিল, যা সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানাতে দেওয়া হয়েছে। কিন্তু ওই স্লোগানকে নাহিদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

ফেসবুকে #WeAreNahid হ্যাশট্যাগে অনেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। আকরাম হোসাইন রাজ লিখেছেন, “আমাদের স্বাধীনতা এবং আমাদের নাহিদ ভাইকে রক্ষা করতে এই লড়াই।” কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, “ডিবি অফিসে তার প্রতি অন্যায় আচরণ নিয়ে সচেতনতা দরকার।” অন্যদিকে অ্যাক্টিভিস্ট আশরেফা খাতুন লিখেছেন, “নাহিদ ইসলামের ওপর পূর্ণ আস্থা আছে। তার ভুলত্রুটি সমালোচনা আমরা করবো, তবে ষড়যন্ত্র বরদাশত করবো না।”

এই হ্যাশট্যাগের মাধ্যমে নাহিদ ইসলামের প্রতি সমর্থন জানানো হচ্ছে, যাতে তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হয় এবং সঠিক তথ্য পৌঁছানো যায়।

Header Ad

মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা

ছবি : ঢাকাপ্রকাশ

অভাব-অনটনের সংসার তার। অন্যের দোকানে টেইলারিং (দর্জির) কাজ করতো। দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেও কখনো সফলতার আলো দেখতে পাননি। ভাগ্যের চাকায় অভাবের শনি লেগেই তো। কোনো রকম খেয়ে না খেয়ে সংসার চালিয়ে আসলেও সন্তানদের লেখাপড়া খরচ বহন করতে পারতো না। কি করবেন এটা ভেবে মানুষিকভাবে এনিয়ে দুশ্চিন্তায় থাকতেন থাকতেন।

এমন পরিস্থিতিতে হতাশায় ভুগতে থাকে। একপর্যায়ে এক বন্ধুর পরামর্শ ও সহযোগিতায় বাড়ির আঙিনায় পরীক্ষামূলকভাবে চাষ করেন রাজশাহীর মিষ্টি পান। এরপর মিষ্টি পান চাষেই তার ভাগ্যের চাকায় স্বচ্ছলতা ফিরে আসে। পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এদিকে, পান চাষের তার এমন সফলতা দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বলছিলাম টাঙ্গাইলের নাগরপুরের ৩৮ বছর বছর বয়সী হতদরিদ্র কৃষক মো. জহুরুল ইসলামের সফলতার গল্প। জহুরুল ইসলাম উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব আলীর ছেলে। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার তার।

জহুরুল ইসলাম বলেন, ২০২১ সাল থেকে আমি পান চাষ করছি। উপজেলায় আমিই প্রথম রাজশাহীর মিষ্টি পানের চাষ শুরু করি। পানের বরজ তৈরি করতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়। কোনো সমস্যা হলে রাজশাহীর চাষিদের পরামর্শ নিই। পান চাষে এ পর্যন্ত ২ লাখ টাকা লাভ হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভের পরিমাণ বাড়বে।

তিনি বলেন, আমি এই বাগানের পান স্থানীয় হাট-বাজারসহ জেলার অন্যান্য উপজেলাতেও পাইকারি বিক্রি করি। মাঝে মাঝে বিক্রির জন্য রাজশাহীতেও পাঠাই। এ বছর ঝড় ও টানা বৃষ্টিতে বরজের প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বেশ কিছু পান গাছ মারা গেছে। পোকার উপদ্রব ঠেকাতে ওষুধ ছিটানো ছাড়া অতিরিক্ত কোনো খরচ নেই বলে পান চাষ লাভজনক।

স্থানীয় কৃষক হামিদ খান ও কাদের আলীসহ অনেকে বলেন, মিষ্টি পান চাষের আগে জহুরুল অতিকষ্টে জীবনযাপন করতো। পরে অনেক কষ্ট করে রাজশাহীর মিষ্টি পানের একটি বরজ তৈরি করেছে। আমরা তার এখান থেকে পান কিনে খাই। পানের স্বাদ রাজশাহীর পানের মতোই। তার এমন দারুণ সফলতা দেখে আমরা নিজেরাও মিষ্টি পান চাষের জন্য আগ্রহ প্রকাশ করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন জানান, পান চাষে সফল জহিরুল ইসলাম। তিনি তার ২৫ শতাংশ জমিতে পান চাষ করেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পানের বাগানের খোঁজ-খবর রাখছি এবং পরামর্শ দিয়ে আসছি। এছাড়া পান চাষের জন্য উপযোগী নাগরপুর। উপজেলার পান চাষে উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগ্রহীদের সবধরণের সহযোগীতা করা হবে।

Header Ad

ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি প্রাইভেটকার পথচারীদের ওপর চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি গাড়ি নিয়ে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান। গাড়িটি স্পোর্টস সেন্টারের সামনে থাকা প্রতিবন্ধকতা ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেন তিনি। এতে অনেকেই গাড়ির নিচে চাপা পড়েন, এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালক ফ্যান নিজেও গুরুতর আহত হয়ে কোমায় আছেন। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও সাধারণ পথচারীরা আহতদের সেবা দিতে এগিয়ে আসেন। তবে বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?
মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়
কপ ২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ
আন্দোলনকারীদের রাজাকার বলা সেই জাবি অধ্যাপক বরখাস্ত