বিএনপি নেতা মজনুসহ আটক ২৫

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ।
বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকাপ্রকাশকে এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন নয়াপল্টনে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন শুধু মজনুসহ ২০-২৫ জন নেতা-কর্মীকে আটক করে ক্ষান্ত হয়নি। পুলিশ এখনো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর কার্যালয়ের সামনে অবস্থান করছে।
পল্টন মডেল থানার ডিউটি অফিসার তৌফিক ঢাকাপ্রকাশকে জানান, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএইচ/এমএমএ/
