রাজধানীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেছে যুবদল।
বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারি) রাত ৭টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় যুবদল মহানগর দক্ষিনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব এনাম আহমেদ প্রমুখ।
এমএইচ/এমএমএ/
