নুরুল হক নুরের দাবি
২০০৭ সালে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে
২০০৭ সালে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর।
নূর বলেন, 'আওয়ামী লীগ ২০০৪ সালে প্রথম বিদেশি লবিস্ট নিয়োগ করেছে। আর বিএনপি ২০০৭ সালে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। বিএনপি যদি লবিস্ট নিয়োগ করে দেশদ্রোহিতার মধ্যে পড়ে থাকে, তাহলে প্রথম দেশদ্রোহীতার দায়ে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।'
সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ন্যাড়া বেল তলায় একবারই যায়। আপনারা একবার গিয়েছেন আর যাইয়েন না। সরকার বিভিন্ন ইস্যুতে আমাদের বিভক্ত করার ষড়যন্ত্র করছে।'
সরকার পতনের আন্দোলন বিএনপি'র দ্বারা একা হবে না উল্লেখ করে নুর বলেন, 'বিএনপি যদি পারতো তাহলে ১২ বছর আগেই পারতো। আমাদের রাজপথের কর্মসূচির মাধ্যমে সংগঠিত হতে হবে। ঘোষণা দিয়ে সরকার পতন করা যাবে না। আমরা যদি খেলা জমাতে পারি তাহলে সেই আন্দোলনে বিএনপি চলে আসবে।'
তিনি বলেন, 'আমাদের সামনে দুটি পথ খোলা আছে একটি হলো এই অবৈধ সরকারের সকল নির্যাতন নিপীড়ন সহ্য করা আরেকটি হচ্ছে এই সরকারের কবর রচনা করে গণতন্ত্র পুনরুদ্ধার করা আইনের শাসন নিশ্চিত করা।'
দলের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা রয়েছে বিএনপির পক্ষ থেকে এমন দাবি করা হলেও তারা বিদেশি দূতাবাসগুলোতে সেই দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে পারে না ।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাজবন্দির মুক্তি দাও শীর্ষক প্রতিবাদ সভা। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এ প্রতিবাদ সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
এমএইচ