মার্কিন নিষেধাজ্ঞা বিএনপি'র প্রতিবেদনের প্রতিফলন: ফখরুল
সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের প্রতি মার্কিন যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা বিএনপি'র মানবাধিকার বিষয়ক প্রতিবেদন এর প্রতিফলন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা, বিচারহীনতা সেই বিষয়গুলো আমরা তাদেরকে চ্যালেঞ্জ করেছি, তারা রেসপন্স দিয়েছে, রেসপন্স তো আপনারা দেখতে পাচ্ছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি'র প্রতিবেদন উন্নয়ন সংস্থা গুলো কিভাবে রেসপন্স করছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন তা তো দেখতেই পাচ্ছেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রবাসী দেশপ্রেমিক কেউ যদি বিদেশি সংস্থার কাছে প্রতিবেদন দেয়। এতে বিএনপি'র নৈতিক দায় ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই।
জনগণের করের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগের কথা প্রধান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফুটে উঠেছে বলেও মন্তব্য করে ফখরুল বলেন দেশের জনগণ এই লবিস্ট যে অর্থ ব্যয় হয়েছে তার উৎস বিএনপি জানতে চায়।
বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ চায় ও কোন গুণের সাথে জড়িত নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ মানবাধিকার নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণতন্ত্র ফেরত চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।
এমএইচ/এএস