আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী শক্তি: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে যায় না। ১৯৭২ থেকে ৭৫, ৭৫-এ বাকশাল প্রতিষ্ঠা এবং গত ১৪ বছর আওয়ামী লীগের এই শাসন, বিনা ভোটে নির্বাচিত সরকার, রাতে অন্ধকারে ডাকাতির সরকার আজকে গায়ের জোরে বাংলাদেশ পরিচালনা করছে। সেজন্য বাংলাদেশেও আজকে সেই বাকশালের চিন্তা-চেতনা যেটা অলিখিতভাবে বাস্তবায়ন হচ্ছে।’
রবিবার (৩০ জানুয়ারি) এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘উপসংহার একটাই যে, এই আওয়ামী লীগ তথা এই সরকার আর গণতন্ত্র পাশাপাশি যেতে পারে না। তারা স্বৈরাচারী, তারা গণতন্ত্রবিরোধী শক্তি। গণতন্ত্র নেই বলেই দেশ একটা অন্ধকারের গহবরের কিনায় পৌঁছেছে। এখান থেকে দেশকে রক্ষা করতে জনগণকে এগিয়ে আসতে হবে। এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সকলে মিলে জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সরকারকে সরানোর।’
বিএনপির জাতীয় কমিটির উদ্যোগে বাকশাল দিবস উপলক্ষে ‘২৫ জানুয়ারি ১৯৭৫: বাকশাল’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘১৯৭৫ :বাকশাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং গ্রন্থটি দলের নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়াও ভার্চুয়াল এই সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
গত ২৭ জানুয়ারি সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাসের পর রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পর ২৯ জানুয়ারি রাতে গেজেট প্রকাশ করেছে সরকার।
এমএইচ/এসআইএইচ