বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলম

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলম। ছবি: সংগৃহীত

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে নির্বাচনে কমিশনে গিয়েছেন বগুড়ার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বুধবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে আসেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ৮-৯ জন সমর্থক। যদিও তিনজনের বেশি ভেতরে প্রবেশ করতে পারেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

ওই সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছিলেন, দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র পূরণ করেন। রাজনৈতিক দলের স্থানে হিরো আলম লেখেন ‘প্রযোজ্য নহে’। দলীয় মনোনয়নের মূল কপি জমা দেননি। ফটোকপি দিয়েছেন। এটি একটি বিষয়। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে ভোটার তালিকার এক শতাংশ সমর্থনের তথ্য জমা দিতে হয়। তিনি সেটিও করেননি। এখানেও আইনের ব্যত্যয় হয়েছে।

এ ছাড়া, হিরো আলম তার হলফনামার সঙ্গে সম্পদের আয় ও ব্যয়ের বিবরণী জমা দেননি। তার হলফনামা নোটারি পাবলিক করা থাকলেও সেখানে স্বাক্ষর করেননি।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিক বলেছিলেন, ‘প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।’

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। এ ছাড়া, তিনি ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকেও নির্বাচন করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

Header Ad

ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী নারী আটক

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশী নারীকে আটক করেছে ২১ বিজিবি অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোরে এই তিন নারীকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার, নায়েব সুবেদার রবিউজ্জামান জানান, ১৩ নভেম্বর ভোরে ২১ বিজিবির রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে ডিপ মেশিন ঘরের কাছে তিন নারীকে ভারত সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় আটক করা হয়। আটক নারীদের মধ্যে আছেন শারমিন আক্তার (৫৩), তার ঠিকানা কুতুবদিয়া, কক্সবাজার; এবং একই এলাকার সানজিদা আক্তার (১৫) ও তানজিনা আক্তার (১৬), যাদের পিতার নাম কামরুল হাসান।

আটককৃত নারীরা বিজিবির কাছে জানান যে, তারা ভালো কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Header Ad

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ

ছবি: সংগৃহীত

চরিত্রের খাতিরে কত কিছুই না করতে হয় তারকাদের। প্রতিটি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে তারকারা নিজেদের ভেঙেচুরে দর্শকমহলে উপস্থাপন করে থাকেন। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার খোলামেলা দৃশ্যে। একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে পোশাক ছাড়া ফটোশুট করেছিলেন রণবীর সিংহ।

সেই সময় নেটিজেনদের একাংশ প্রশংসার পাশাপাশি কটাক্ষ করেছিলেন। এদিকে বরুণ ধাওয়ানও খোলামেলা দৃশ্যে অভিনয় করে রণবীরের পথে পা বাড়ালেন।

সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলেছে দর্শক মহলে।

বরুণের অভিনয় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে অভিনেতার কয়েক সেকেন্ডের খোলামেলা দৃশ্য। যেখানে দেখা যায়, শরীরে কোনো পোশাক নেয়, নিতম্ব উন্মুক্ত।

 

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে বরুণকে কটাক্ষা করে একজন বলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’ তাতেই বরুণ পালটা জবাব দিয়ে লেখেন, ‘আরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’

প্রসঙ্গত, হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস এবং রিচার্ড ম্যাডেন। বরুণ একা নন, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে।

Header Ad

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস সম্প্রতি ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন এই কমিটির প্রেসিডেন্ট।

ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ৭ জন সদস্যকে।

গত ৯ নভেম্বর তারেক রহমানের অনুমোদিত এই নতুন কমিটিতে চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, এবং সাংবাদিক পেশার বিভিন্ন জাতীয়তাবাদী নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো— অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার জাইমা রহমান, এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

উপদেষ্টা পরিষদে আছেন— ডা. এ.এস. হায়দার পারভেজ, অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালে তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত এই সংগঠনটি দেশের দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এবং কৃষি খাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন করে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফাউন্ডেশনের প্রথম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ২০০০ সালের ১লা বৈশাখে খুলনা জেলার দীঘলিয়া ও রূপসা থানায় আয়োজন করা স্বাস্থ্য মেলা। সংগঠনটি “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী নারী আটক
খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ
জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?
মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়