সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
বিএনপি বিদেশে ‘লবিস্ট নিয়োগ করেছে’, ‘করেনি’
বিএনপি দুর্বৃত্তদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশরক্ষায় লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ করার কয়েক মিনিট পরেই তিনি আবার সাংবাদিকদের ডেকে নিয়ে লবিস্ট নিয়োগের বিষয়টি অস্বীকার করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা যা কিছু করছি দেশ রক্ষায়, জনগণের স্বার্থ রক্ষায়, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার করার জন্য। তবে সরকার ও তার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে যা বলছেন তা সম্পূর্ণ অযৌক্তিক, মিথ্যা, মিথ্যাচার। আমরা আগেও বলেছি এখনো বলছি আমরা দেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করিনি।'
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, 'বিএনপি মনে করে যেহেতু এই সংসদ জনগণের ভোটে বৈধভাবে নির্বাচিত নয়, সেহেতু নির্বাচন কমিশন গঠনে আইন তৈরির জন্য এই সংসদের কোনো নৈতিক এখতিয়ার নেই। গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়া করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে আরও একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নকশা মাত্র। বিএনপি মনে করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্বাচন কমিশনই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সফল হবে না, যদি না নির্বাচনকালিন সময়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়।'
বিএনপির মহাসচিব বলেন, 'আওয়ামী লীগের অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ, এর কোনো বিকল্প নেই।'
সামাজিক গণমাধ্যমে চাঁদপুরের প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ভূমি অধিগ্রহণ বিষয়ে শিক্ষামন্ত্রীর দুর্নীতির যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি নিয়ে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিএনপির মহাসচিব।
এমএইচ/এএস