ছাত্র-ছাত্রীরা যেন রাজনৈতিক ক্রীড়নক না হয়: তথ্যমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক ক্রীড়নক হিসেবে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘আমি ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব, রাজনৈতিক ক্রীড়নক হিসেবে তাদেরকে যেন কেউ ব্যবহার না করে। আমি আশা করব এর একটি যৌক্তিক সমাধান হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তান এবং সন্তানের মতো। তাদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। আমরাও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা দাবি নিয়ে আন্দোলন করেছি। ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট আমরাও করেছি। কিন্তু আমরা কখনো বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করি নাই।’
সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সামসামযিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, এ সময় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আজকে শুনলাম ভিসির বাসভবনে পানি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিসির জন্য খাবার পাঠানো হয়েছিল সে খাবারও ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলখানার কয়েদীরাও খাবার পায়, পানি পায়।’
খাবার বন্ধ করে দেওয়া, ভিসির বাসভবন কিংবা ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া বা কেটে দেওয়ার জন্য চেষ্টা করা এগুলো আন্দোলনের অংশ হতে পারে না, এগুলো প্রতিহিংসামূলক বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এনএইচবি/এমএমএ/