সরকার পতন ছাড়া সমস্যার সমাধান হবে না: গয়েশ্বর
শেখ হাসিনার পতন ছাড়া দেশে বিরাজমান সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ভবিষ্যতে শান্তিময় বিদায় নিতে চাইলে, সুস্থ ভাবে বেঁচে থাকতে চাইলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। সংসদ ভেঙে দিয়ে সংসদের পবিত্রতা রক্ষার ব্যবস্থা করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বললে পশু-পাখি, জীব-জন্তুও বিব্রত বোধ করে।
পরাজয়ে সন্মান আছে, কিন্তু ভোট চুরিতে সন্মান নাই উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাদের নির্বাচিত করবেন, তারাই ক্ষমতায় আসবেন। দিনের ভোট, দিনে হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, 'যায় রক্ত, যাক জীবন। জেল-জুলুম, খুন-নির্যাতনের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালে চোরেরা পালাবে। আশার কথা হচ্ছে চোরেরা বিদেশে যেতে পারবেন না, ইতিমধ্যে চালান ফেরত আসা শুরু হয়েছে। খালেদা জিয়া মুক্তি পাবে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশাবা ব্যাক্ত করেন তিনি।
করোনভাইরাসকে সরকার আত্মরক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সেটা জনস্বাস্থ্য বিবেচনা করে নয়, রাজনৈতিক আন্দোলন প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে।
এএইচ/কেএফ/