খালেদা জিয়া এক টাকাও আত্মসাৎ করেনি: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক টাকাও দুর্নীতি করেনি, এক টাকাও আত্মসাৎ করেনি। একটা প্রক্রিয়াগত ভুল হয়েছে। অথচ সরকার সাবকে এই প্রধানমন্ত্রীকে সাজা দিয়েছেন। এখন বিদেশে চিকিৎসার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না বরং মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।'
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'বিএনপির উপর দোষারুপ করে লাভ হবে না। আমরা ভয়ে থাকতে পারি কিন্তু আন্তর্জাতিক পরিমন্ডল ভয় পায় না। এখনো সময় আছে অপকর্মের বিচার করেন। আগের রাতে নির্বাচন করার নামে নিষ্ঠুর প্রতারণা বন্ধ করুন। নির্বাচন কমিশন গঠন আইন করে সুষ্ঠু নির্বাচন হবে না। আন্তর্জাতিক হুমকি-নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ফালতু নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া বাদ দিয়ে পদত্যাগ করুন। নির্বাচনকালীন নির্দলীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।'
আসিফ নজরুল বলেন, 'বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যায় বিদেশি কোনো দেশ হস্তক্ষেপ, সমালোচনা করুক তা আমরা চাই না। তবে তাদের হস্তক্ষেপ সমালোচনায় যদি আমার দেশে গণতন্ত্র ফিরে আসতে পারে, দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হওয়ার পথ তৈরি হয়, গুম-খুন বন্ধ হতে পারে, গুম-খুনের বিচার হয়, মানবাধিকার প্রতিষ্ঠা হয় তাহলে সমস্যা কী?'
এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, 'বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগ প্রথম লবিস্ট নিয়োগ করেছে। আওয়ামী লীগের অর্থ্যাৎ আমাদের জাতীয় ভাগ্নে সজীব ওয়াজেদ জয় ২০০৪ সালে লবিস্ট নিয়োগ করা শুরু করে, যা ২০০৫ সাল থেকে কার্যকর হয়। অথচ দায় দেওয়া হচ্ছে বিএনপির উপর। প্রশ্ন হচ্ছে বিএনপি যদি এখন লবিস্ট নিয়োগ করে তাহলে তারা নিজেদের টাকা ব্যয় করবে কিন্তু সরকার তো জনগণের টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করছে, এর জবাব দিতে হবে।'
নির্বাচন কমিশন গঠন আইন প্রসঙ্গে তিনি বলেন, 'বিগত দিনে গঠিত সার্স কমিটিকে বৈধতা দিতে নির্বাচন কমিশন গঠন আইন করা হচ্ছে।'
সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি বলেন, 'বিদায় নিতে হবে। কবে, কখন, কিভাবে যাবনে তা কর্মে নির্ধারিত হবে। ভালোভাবে বিদায় নিতে চাইলে ভালো কিছু করে যান।'
এ ছাড়াও র্যাবকে বিলুপ্ত কিংবা নাম পরিবর্তনের দাবি জানান গণঅধিকার পরিষদের সদস্য সচিব।
ড রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক সমাজের আহ্বায়ক আমসা আমিন, ব্যারিস্টার সারোয়ার হোসেন প্রমুখ।
এমএইচ/এসআইএইচ