সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় জামায়াতের শোক
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৭ মার্চ (মঙ্গলবার) বিকালে রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার একটি ভবনে এক মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত ও শতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের অবস্থা খুবই গুরুতর। বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশপাশে থাকা সবাই হতাহত হয়েছেন।
বুধবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মর্মান্তিক এই বিস্ফোরণের ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহ তায়ালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই ভয়াবহ বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই ভয়াবহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এমএইচ/এসজি