বিএনপি নির্বাচনে ভয় পায় না: শামসুজ্জামান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন আপনার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কি না সেটা আপনাদের ইচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ( জিসপ) এর উদ্যোগে, দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশ বন্ধের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধন তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমর পাশে শিক্ষক সমাজ আছে তারা খুব কষ্ট আছে, শ্রমিক, কৃষক সবার একটাই দাবি দুর্নীতি বন্ধ করা। এখন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন দুর্ভিক্ষ হবে। সংবাদ পত্র ও মিডিয়ার মতো সব জায়গাতেই একই অবস্থা।
তিনি বলেন, ‘সরকার বলে বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি বার বার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচন ভয় পাই না। তারেক রহমানকে এই দেশে আসা বন্ধ করতে এমন কোনো কাজ নেই যা সরকার করছে না। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে এনেছিলেন।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা সামনের নির্বাচনে আসবো কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনাকে বলি, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনে হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না। এই সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে সেটা হবে সবচেয়ে বড় ভুল।’
এ সময় তিনি সবাই কে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বানও জানান।
সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্বে বক্তব্যে রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন জামাল, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এমএইচ/এমএমএ/