নারায়ণগঞ্জ নির্বাচন থেকে বোঝা উচিত বিএনপির জনপ্রিয়তা কোথায়: তথ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপিকে তাদের জনপ্রিয়তা যাচাই করার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও ভিন্ন অবয়বে নির্বাচনে ছিল। দৃশ্যত তারা নির্বাচনে অংশগ্রহণ না করলেও ভিন্ন অবয়বে সব জায়গায় নির্বাচনে ছিল। তারা নিশ্চয় বুঝতে পেরেছে তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে। তাই আমি আশা করবো, এ সব নিয়ে বিভ্রান্ত ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।’
সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘ভোরের আকাশ’ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘গতকাল নারায়াণগঞ্জ সিটিতে একটি সুন্দর নির্বাচন হয়েছে। এতে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খলা হয়নি। সারাদেশে যে ৫টি পৌর নির্বাচন হয়েছে, তা ভালোই হয়েছে। পার্লামেন্ট আসনের নির্বাচনও হয়েছে। সব জায়গায় সুন্দর নির্বাচন হয়েছে। আগামী জাতীয় নির্বাচন নাসিক নির্বাচনের মতো সুষ্ঠু হবে। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে।’
সাংবাদিকদের উদ্দেশ তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, কোনও জায়গায় যদি কোনও কিছুর বিচ্যুতি, অনিয়ম হয়; সেটা অবশ্যই পত্রিকায় আসবে। কিন্তু দেশটা যে এত এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে দেশে যে রকম মাতামাতি হওয়ার প্রয়োজন ছিল, সেরকম কিছু হয়নি। এই করোনার মধ্যে মাত্র ২০টি দেশের জিডিপি হার পজিটিভ বৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় সেটি নিয়ে তো আমাদের পত্রপত্রিকায় মাতামাতি হয়নি।’
ভোরের আকাশের সম্পাদক খালেদ ফারুকীর সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ।
এপি/