শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল যাবে সংলাপে
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় নিজেদের মতামত তুলে ধরতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যাবে।
সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে সংলাপ পর্ব। গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। গত ১৩ জানুয়ারি পর্যন্ত ২০টির মতো রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলাপ আলোচনা শেষে রাষ্ট্রপতি ইসি গঠনে একটি সার্চ কমিটি করতে পারেন। সেই সার্চ কমিটি দ্রুততার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাব করবে। সেখান থেকে রাষ্ট্রপতি তার পছন্দমতো লোকদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।
বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনারের মেয়াদ পাঁচ বছর।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এসএম/এসএন