সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের পরিবারের খোঁজ নিলেন আমান-আমিনুল
ভাষানটেক থানাধীন দলের সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের পরিবারের খোঁজ নিয়েছে ঢাকা মহানগর বিএনপি (উত্তর)।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোলাম কিবরিয়া মাখনের বাসভবনে যান। মাখন ভাষানটেক থানা বিএনপির সভাপতি। তার বাসায় জেলে থাকা সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যদেরকে ডেকে নিয়ে আনা হয়। পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সান্তনা দিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব।
আট বছর আগে বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে ঢাকার ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
তিনি বলেন, ‘এই অবৈধ সরকার টিকবে না, বেশিদিন থাকবে না। অচিরেই জেলে থাকা দলের ভাইয়েরা আমাদের মাঝে বের হয়ে আসবে। আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের নেতা তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের ও তাদের পরিবারের শান্তির জন্য যা যা দরকার তার সবকিছুই আমাদের পক্ষ থেকে করা হবে।’
আমিনুল হক বলেন, ‘আজ সারা বাংলাদেশ একটি জেলখানা। এই জুলুম অত্যাচার থেকে রক্ষা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফাজ্জামান, মোয়াজ্জেম হোসেন মতি প্রমুখ।
এমএইচ/