নাসিক নির্বাচন
কাউকে গ্রেপ্তার করতে বলিনি: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কাকে কোথায় ধরা হচ্ছে তা আমি জানি না। আমি শুধু জানি হেফাজতের মামলা ছিল এক নেতার বিরুদ্ধে, তাকে ধরা হয়েছে। বাকি কোনো বিষয় আমার জানা নেই। এগুলো প্রশাসন দেখবে। আমি সারাদিন ব্যস্ত। কাউকে কখনও গ্রেপ্তার করতে বলিনি। ভোটকেন্দ্র যেন পরিষ্কার থাকে এটাই আমার চাওয়া। কোনো সন্ত্রাসী যেন ভোটকেন্দ্রে ঝামেলা করতে না পারে।’
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
আইভী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে গেলে প্রশাসন দেখবে। সেটি আমার দেখার সময় নেই। আমাকে জনগণের কাছে যেতে হবে। তাদের কাছে ভোট চাইতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন দেখবে। কারণ এই বিষয়ে দেখভাল করার দায়িত্ব তাদের।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে এর আগে তিনটি নির্বাচন হয়েছে। সেখানে টান টান উত্তেজনা ছিল নির্বাচন জুড়ে। কিন্তু সবাই ভোট দিতে পেরেছে। পরিবেশও অত্যন্ত সুন্দর ছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো সে সময়ের মতো যেন সুন্দর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।’
ভোটারদের চাহিদা প্রসঙ্গে বলেন, ‘নতুন ভোটাররা চায় শহরে একটু খেলার মাঠ, খোলা জায়গা, একটি পার্ক থাকবে। আমি এগুলো নিয়ে অনেক কাজ করেছি। ভবিষ্যতে আরও কাজ করবো। নতুন ভোটাররা এখন অনেক সচেতন। তারা চাইলে সিটি করপোরেশনের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে আমরা কি কি কর্মসূচি হাতে নিয়েছি। সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।’
আইভী বলেন, ‘কখনও আমি বাড়তি সুবিধা পাইনি, বাড়তি সুবিধা নিতে পছন্দও করি না। জনগণ যখন আমার সঙ্গে আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো? প্রশাসন কখনও আমার হাতের মুঠোয় ছিল না, নেওয়ার চেষ্টাও করিনি। আমি সব সময় মানুষের পাশে থাকার, মানুষকে পাশে রাখার চেষ্টা করেছি।’
/এএন