নওগাঁ সমাবেশ স্থগিত, বিএনপির অবস্থান জানাবে শুক্রবার
চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে জারি করা বিধি-নিষেধ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে। এ বিধি-নিষেধে আওয়ামী লীগ সরকারের রাজনীতি রয়েছে বলে মনে করে বিএনপি।
দলটির নীতি নির্ধারকরা মনে করেন, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সমাবেশ বন্ধ করা অগ্রহণযোগ্য। ইস্যুটি স্পর্শকাতর হওয়ায় গত সোমবারের পর আবারও বুধবার (১২ জানুয়ারি) রাতে বৈঠক করে দলের স্থায়ী কমিটির নেতারা।
এ বৈঠকের সিদ্ধান্ত শুক্রবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নওগাঁয় বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। বৈঠকের পর ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।
রাতে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকাপ্রকাশকে জানান, নওগাঁ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রথম দফায় ২৮ জেলায় সমাবেশ করে বিএনপি। এরপর দ্বিতীয় দফায় ৩৯ সাংগঠনিক জেলায় কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, চাঁদপুর, চট্টগ্রাম দক্ষিনে সমাবেশ করে দলটি। বাকি জেলার ব্যাপারে শুক্রবারের সংবাদ সম্মেলন করে জানাবে দলটি।
এমএইচ/এমএমএ/