সংলাপ শেষে আনোয়ার হোসেন মঞ্জু
সার্চ কমিটি এলো কোথা থেকে?
নির্বাচন কমিশন গঠনে ‘সার্চ কমিটি’ নিয়ে প্রশ্ন রেখে জাতীয় পার্টি'র (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সার্চ কমিটি এলো কোথা থেকে? সংবিধানে যা আছে সেই মাপে চলার কথা বলেছি।’
সোমবার (১০ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করেছি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়। বড় দলগুলোকে কিভাবে নির্বাচনে আনা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
সার্চ কমিটিতে কোনো নাম প্রস্তাব করেছেন কি-না এমন প্রশ্নে সাবেক এই মন্ত্রী বলেন, 'না। আলাপ করেছি সার্চ কমিটি এলো কোথা থেকে? আমি জানি না সার্চ কমিটি সংবিধানে আছে কি-না, যদি থাকে হবে, না থাকলে হবে না।'
তিনি বলেন, 'সংবিধানে যেভাবে আছে সেই মোতাবেক নির্বাচন কমিশন হবে। সংবিধানে যা নেই তা হবে না। সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন কমিশন চাই।'
সবকিছুর জন্য ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। বাংলাদেশকে ট্র্যাকে আনতে হলে রাজনৈতিকভাবে অধৈর্য্য হলে হবে না। রাতারাতি কিছু হবে না।'
নির্বাচন কমিশন গঠনে কোনো আইন করার প্রস্তাব করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, 'আইন করতে কতক্ষণ লাগে? হতাশ হলে তো চলবে না।'
তিনি বলেন, 'আমাদের বুঝতে হবে বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো? সেখানে উদ্দেশ্য কি ছিল? এখন আমরা একটা পথ চলার চেষ্টা করছি।'
এসএম/এএন/এএস