নাসিক নির্বাচন
গডমাদার বলে খুব খারাপ কাজ করেছে: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি ‘গডমাদার’ বলে খুব খারাপ কাজ করেছেন। তিনি বলেন, ‘নিজেকে রক্ষা করার জন্য যদি আমাকে গডমাদার বলেন পক্ষান্তরে তিনি নিজের সন্তানকেই কথাটি বলছেন।’
সোমবার (১০ জানুয়ারী) নগরীর ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি বলেন, ‘আমি কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমি চাইলে অনেক কিছু বলতে পারি তার নামে। কিন্তু বলবো না। তাকে সম্মান করে আমি নির্বাচন করবো।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর আলম প্রসঙ্গে বলেন, তার কর্মকাণ্ডে ফুটে উঠেছে তিনি শামীম ওসমানের ক্যান্ডিডেট।
আইভী বলেন,‘তৈমুর আলম খন্দকার তো গডফাদারের বাইরে নয়। তিনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন। তাকে আমি এ ধরনের কথা বলিনি। তৈমুর আলম আশ্রয় নিয়েছে আমি সেই কথাটা বলেছি।’
শামীম ওসমানের সমর্থনের ব্যাপারে আইভী বলেন, ‘আমি বলিনি শামীম ওসমানের সমর্থন দরকার নাই। আমার দল যেহেতু নমিনেশন দিয়েছে দলের লোকেরা আমাকে ভোট দিবে। দুই একজন না দিলে সেটি আলাদা ব্যাপার।’
তিনি বলেন, ‘ভোটারদের কাছে অপরিহার্য নয় কে সমর্থন দিলো, কে দিলো না। সাধারণ ভোটার আমার মা-বোনদের মাথাব্যাথা নেই কে আমাকে সমর্থন দিলো। দল আমাকে নমিনেশন দিয়েছে এটাই তাদের কাছে বড় ব্যাপার। ভোটাররা বেছে নিয়েছে তারা ভোট কাকে দিবে?’
প্রচারণায় আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, কাউন্সিলর প্রার্থী হান্নান সরকার, শাহিন মিয়া, শিউলি নওশাদ, মায়ানুর, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হীরা, হিমেলসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
/এএন