২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের নতুন কমিটি
আগামী ২৪ ডিসেম্বরের আগেই বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। সেইসঙ্গে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকের প্রথম অধিবেশন শেষ হলো। দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হবে। সেখানে প্রার্থীর নাম প্রস্তাব ও পাসের পর তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখানে প্রধানমন্ত্রী তাদের সিভি যাচাই-বাচাই করে সিদ্ধান্ত নেবেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় ৩০তম জাতীয় সম্মেলন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ছাত্রলীগের সর্বশেষ ২৯তম সম্মেলন হয় ২০১৮ সালের ১১ এবং ১২ মে। তখন রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে নানা অভিযোগ উঠলে পদ থেকে সরিয়ে এরপর ২০১৯ সালে পদাধিকারবলে ভারপ্রাপ্ত সভাপতি হন ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হন ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কয়েক মাস দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রী তাদের ভারমুক্ত করে দেন।
আরএ/