নাসিক নির্বাচন
জীবনে বহু ঘুঘু দেখেছি: তৈমুর
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছে। বাকিটা আল্লাহ জানে কী হবে! আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেননি, আমার সঙ্গে লোক ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছেন বাকি সময়টাও আল্লাহ রহমত করবেন।’
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বন্দরের ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তৈমুর বলেন, ‘একটি প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায় কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করলে এটি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। একটি মেয়র নির্বাচনের জন্য একটি সরকার যদি নগ্নভাবে পুলিশকে ব্যাবহার করে, ভয়ভীতি দেখায় তাহলে সরকার প্রধানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। এই নির্বাচনটি নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ যা চায় তাই হবে।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের জনগণ যে কারণে সিটি করপোরেশনের প্রয়োজন অনুভব করেছিল সে অনুযায়ী মানুষের সেবা বৃদ্ধি পায়নি। এখনও জলাবদ্ধতা, যানজট, বায়ু দূষণ, শব্দ দূষণরোধসহ মানুষের সামাজিক উন্নয়ন এখানে করা হয়নি। দৃশ্যমান যেটা করা হয়েছে তা হলো খালি জায়গায় পার্ক, মাঠ, কমিউনিটি সেন্টার না করে সেখানে এপার্টমেন্ট করা হয়েছে। সেই এপার্টমেন্ট বানানো সিটি করপোরেশনের দায়িত্ব না। এই এপার্টমেন্ট বিতরণের দায়িত্বেও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট। এখন নতুন আরেকটা কথা আসছে, আমি তো সকলের সমর্থন কামনা করি। প্রতিটি ভোটারের সমর্থন চাই।’
/এএন