কেউ সংলাপে না এলে দেশ ভেসে যাবে না: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির সংলাপে আসা উচিত। শুধু মতের মিল না হলে আসব না এটা ঠিক না। তাদের আসা উচিত। আবার সব কয়টি দল এখানে অংশগ্রহণ করলেও যেমন ভালো কিছু না হলে কোনো লাভ নেই। আর দুই-একটি দল অংশগ্রহণ না করলে দেশ ভেসে যাবে এটাও সত্য না।’
রবিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সার্চ কমিটি গঠনের অংশ হিসেবে সংলাপে অংশগ্রহণ করে কৃষক শ্রমিক জনতা লীগ।
সংলাপ সফল হবে কি-না এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সফলতা আর বিফলতা নির্ভর করে একাগ্রতার উপরে, চেষ্টার উপরে। সব কয়টি দল এখানে অংশগ্রহণ করলেও যেমন ভালো কিছু না হলে কোনো লাভ নেই, আর দুই-একটি দল অংশগ্রহণ না করলে দেশ ভেসে যাবে এটাও সত্য না। আমরা স্বীকার করি, একটা মস্ত বড় দল বিএনপি। তারা এখানে যাচ্ছে না। তাদের সঙ্গে আরও অনেকেই যাচ্ছে না। আমরা এসেছি। আমরা নিবন্ধিত দল। আমাদের কর্মীদের, আমাদের নেতাদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে অন্ততপক্ষে রাষ্ট্রপতির সম্মানের জন্য হলেও বৈঠকে যাওয়া উচিত। আমাদের এই অংশগ্রহণ নিশ্চয়ই কাজ হবে। কিছু না কিছু হবে।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিরোধীতা করে তিনি রাষ্ট্রপতির নিকট প্রস্তাব করেন, জাতীয় নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন এক নয়। ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক দেওয়ার কোনো মানে হয় না। যতগুলো মানুষ মারা গেছে দলীয় প্রতীক দেওয়ার কারণেই দ্বন্দ্ব, হানাহানি ঘরে ঘরে পৌঁছে গেছে। রাষ্ট্রপতি আমাদের অভিমতের সঙ্গে, ধীরতার সঙ্গে একমত পোষণ করেছেন। আমরা তাই প্রস্তাব দিয়েছি জাতীয় নির্বাচন, বড়জোর সিটি করপোরেশনগুলো দলীয় প্রতীকে ভোট হতে পারে তার নিচে কোনো নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার মানে হয় না।
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো প্রস্তাব দিয়েছেন কি-না? তার জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমরা একটা প্রস্তাব দিয়েছি নির্বাচনকালীন সরকার গঠনে সব দলকে নিয়ে আলাপ করে একটা নির্বাচনকালীন সরকার গঠন করতে। আমাদের কথার সঙ্গে অনেকাংশে একমত হয়েছেন রাষ্ট্রপতি।
আপনি কি মনে করেন এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না? এর জবাবে এই রাজনৈতিক দলটির সভাপতি বলেন, না। এটা অন্য মানুষেরাও তো মনে করে। শুধু আমরা একা মনে করব কেন? বিগত নির্বাচনগুলোর কোনোটাতেই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন ভালো হয়নি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।
এসএম/এসআইএইচ