সার্চ কমিটি চান না কাদের সিদ্দিকী
সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠন না করে রাষ্ট্রপতি নিজ উদ্যােগে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘দুই-তিন দিনের জন্য সার্চ কমিটি না করাই ভালো। আমরা বলেছি মেরুদণ্ড সম্পন্ন লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আমন্ত্রণে সার্চ কমিটি গঠনের অংশ হিসেবে সংলাপে যায় কৃষক শ্রমিক জনতা লীগ।
সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা যেটা অনুভব করি সেটা বলতে কখনো পিছপা হইনা, কখনো দ্বিধা করি না। আমরা রাষ্ট্রপতিকে বলেছি নির্বাচন হওয়ার জন্য একটা আইন হওয়া দরকার। এতো কিছু হয় আইন হয় না কেন? তিনি (রাষ্ট্রপতি) আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন।’
প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি বিশেষ করে সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আপনি (রাষ্ট্রপতি) নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নিয়ে যেন করেন, যার মেরুদণ্ড আছে। পাশাপাশি নতুন ইসিতে দুইজন নারী সদস্য রাখারও প্রস্তাব করেছে দলটি।’
তিনি আরও বলেন, ইসি সাংবিধানিকভাবেই সম্পূর্ণ স্বাধীন। তার কারও কাছে জবাবদিহি করার দরকার নাই। বিএনপির সংলাপে আসা উচিত কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, বিএনপির সংলাপে আসা উচিত।
এর আগে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন-মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক,সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।
এসএম/এমএমএ/