ভীতি সৃষ্টি করতেই নাদিম মোস্তফাকে গ্রেপ্তার: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ আওয়ামী সরকার সারাদেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে। নিপীড়ন-নির্যাতনের নীতি অবলম্বন করে বিরোধী ও মত নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।’
তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে বিপুল জনসমাগম দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলেই পাইকারি হারে মামলা ও গ্রেপ্তারের হিড়িক শুরু করেছে।’
মঙ্গলবার ( ২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘আওয়ামী সরকার সর্বশক্তি দিয়ে বিএনপিকে দমন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জুলুম-নির্যাতনের অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীদের হত্যাসহ শারীরিকভাবে জখম করতেও দ্বিধা করছে না। সরকার দেশব্যাপী ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে উদ্যোগী হয়েছে এ জন্য যে, মানুষের প্রতিবাদী গণস্রোতে যেন কেঁপে ওঠা রাজসিংহাসন উল্টে না যায়। আমরা মনে করি-আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহীর গণসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মী ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতেই নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-ভোটারবিহীন সরকারের এটি অপপ্রয়াস, রাজশাহীর গণসমাবেশ থেকে বর্তমান শাসকগোষ্ঠীকে আবারও বুঝিয়ে দেওয়া হবে যে, জনগণ তাদেরকে আর এক মূহূর্তের জন্য রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। আমি দেশের খেটে খাওয়া মানুষসহ দলমত নির্বিশেষে সকলকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব অবিলম্বে সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
এমএমএ/