শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জেলা থেকে নাম না এলেও কেন্দ্র ঘোষিত নৌকার প্রার্থী জামাত নেতা!

চলছে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন। এরইমধ্যে পঞ্চম ধাপের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ৬ষ্ঠ ও ৭ম ধাপের নির্বাচন প্রস্তুতি। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ভোট এবং ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

গত ৬ জানুয়ারি সপ্তম ধাপে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হয়। সেখানে একটি উপজেলায় প্রার্থী পরিবর্তনের অভিযোগ উঠেছে। শুধু প্রার্থী পরিবর্তনই না এলাকায় জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে জামায়াত শিবিরের চিহ্নিত ক্যাডারদের প্রার্থী দেওয়ার অভিযোগ উঠেছে।

এ রকম একটি লিখিত অভিযোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে। সেই অভিযোগে বিতর্কিত প্রার্থীদের নামসহ তাদের অভিযোগের বিষয়ে উল্লেখ করা হয়েছে। গত ৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বরাবর লিখিত অভিযোগ করা হয়।

ওই লিখিত অভিযোগে বলা হয় ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর আসন্ন ৭ম ধাপের তফসিল ঘোষণা পরবর্তী কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রেরণের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভা পরবর্তী উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে আগ্রহী চেয়ারম্যান প্রার্থীর নামে তালিকা জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরযুক্ত রেজুলেশন হিসেবে দাখিল করি। গত ৬ জানুয়ারি ২০২২ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। যাতে আমার প্রাথমিকভাবে জানতে পারলাম যে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চারতী ও নলুয়া ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়া হয়েছে। যাতে তৃণমূল নেতাকর্মীরা উৎফুল্লহয়। সেখানে চারতী ইউনিয়নে নৌকার প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী। আর নলুয়া ইউনিয়নের নৌকার প্রার্থী তছলিমা আকতার পরপর দুবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ এবং জামায়াত শিবিরের হাতে নির্মমভাবে নিহত সাতকানিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহীদ নুরুল আবচারের স্ত্রী।’

কিন্তু পরবর্তীতে তাদের নাম বাদ দিয়ে ৭ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রকাশিত তালিকায় যে দুজনের নাম প্রকাশ করা হয়। তারা জনবিচ্ছিন্ন ও দলের আদর্শ পরিপন্থি বলে অভিযোগ করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী।

অভিযোগের বিষয়ে ঢাকাপ্রকাশ-এর পক্ষ থেকে কুতুব উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেদিন প্রার্থী চূড়ান্ত করা হয় সেদিন পার্টি অফিসের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে খসড়া প্রার্থীদের তালিকা পেলাম। সেই খবর জানানোর পর আঞ্চলিক পত্রিকাগুলোতে নিউজও হলো। কিন্তু যখন তালিকা টাঙানো হলো সেখানে প্রদীপ কুমার চৌধুরী এবং তছলিমা আকতার এর নাম নেই।

আপনি কিভাবে বুঝলেন প্রার্থী পরিবর্তন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে কুতুব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের প্রস্তাবনায় রুহুল্লাহ চৌধুরী নাম ছিল না। প্রস্তাবনা কোথাও রুহুল্লাহ চৌধুরীর নাম দেইনি। তৃণমূলের কোন তালিকাতেই তার নাম ছিল না।’

আপনার কাছে কেন মনে হলো প্রার্থী বদল হয়েছে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘কীভাবে বলব। এটা তো অহরহ হচ্ছে। কেন হচ্ছে কীভাবে হচ্ছে জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি আমাদের প্রস্তাবনার প্রার্থীর চাইতে যদি যোগ্য প্রার্থী কেন্দ্র থেকে দেওয়া হয় অথবা দলে যোগাযোগ না থাকলে এলাকায় গ্রহণযোগ্য প্রার্থী হয়ে থাকে তাহলেও প্রার্থী পরিবর্তন হলে আমাদের কোন কথা ছিল না। যাকে দিয়েছে সে তো একটা ঘৃণিত মানুষ। সে জামায়াতের ছেলে ওর বাবা ছিল রাজাকার।’

এবিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকাপ্রকাশকে বলেন, ‘এই নিয়ে ৭ ধাপের ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অভিযোগ আসে। আমাদের নিকট যেই অভিযোগ দেয় আমরা সেই অভিযোগ গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেই। পরে যাচাই বাছাই করে তার ব্যবস্থা নেওয়া হয়।’

লিখিত অভিযোগে চরতী ইউনিয়নের বিতর্কিত প্রার্থী রুহুল্লাহ চৌধুরী সম্পর্কে বলা হয়। রুহুল্লাহ চৌধুরী যুদ্ধাপরাধী মামলায় সাজাপ্রাপ্ত আসামী হিসেবে ফাঁসির কাষ্ঠে ঝুঁলানো জামায়াত নেতা কাদের মোল্লার চট্টগ্রামে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় ইমামতি করা জামায়াত নেতা ও রাজাকার মরহুম মাওলনা মুমিনুল হক চৌধুরীর পুত্র এবং ২০২১ সালের ৩০ শে সেপ্টেম্বর চরতীর তুলাতলীতে বালুমহাল দখল করে এলাকার কৃষি জমি নষ্টকারী ও জমি রক্ষায় বাধাদানকারী নিরীহ কৃষকদেরকে নির্বিচারে গুলি করে অঙ্গহানিসহ মারাত্মক আহতকারী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং আরো উল্লেখ্য যে, জেলা উপজেলা কর্তৃক প্রেরিত রেজুলেশনে ও তার নাম ছিল না।

অন্যদিকে নলুয়া ইউনিয়নের বিতর্কিত প্রার্থী লেয়াকত আলী। তার বিরুদ্ধে এলাকায় জামায়াতের পৃষ্ঠপোষক ও শিবিরের মদদদাতা এবং সে সেনা বাহিনীর সৈনিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় র‍্যাব বাহিনী থেকে মাদক চোরা-চালান সংক্রান্ত দুর্নীতির কারনে বাহিনী থেকে বহিস্কারের মাধ্যমে চাকরিচ্যুত হয়। অবৈধ ব্যবসার মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে তার কু-খ্যাতি রয়েছে।

আওয়ামী লীগ সভাপতির উদ্দেশে লিখিত অভিযোগ বলা হয় ‘অতএব, প্রার্থনা, উপরোক্ত কলামে বিতর্কিত, জনবিচ্ছিন্ন, রাজাকার পুত্র সন্ত্রাসী ও দলীয় আদর্শ পরিপন্থী ব্যক্তিদের মনোনয়ন হলে দলের ত্যাগী ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল জনপ্রিয় ব্যক্তিদেরকে নৌকার প্রতীক প্রদান করে তৃণমূল নেতৃবৃন্দের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য বিনীত আবেদন জানাচ্ছি।’

 

এসএম/এমএমএ/

Header Ad

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। তাদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে ও ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরেন। এ নিয়ে ১১টি ফ্লাইটে এখন পর্যন্ত ৬৯৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে আসা ৮২ বাংলাদেশির মধ্যে ৭৬ জন লেবাননের বৈরতে বাংলাদেশ দূতাবাসে রেজিষ্ট্রেশন করেন। আর বাকি ছয়জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে।

Header Ad

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক যাত্রীবাহী গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানো হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সীমান্তের কাছের কুররম অঞ্চলে এই হামলা ঘটে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি নিশ্চিত করেছেন যে, হামলার স্থানটি আফগান সীমান্তের কাছাকাছি। জেলা পুলিশ এবং স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা, নারী ও শিশুরাও রয়েছে। তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এখনো আততায়ীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। কুররম জেলা সম্প্রতি শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে সম্প্রদায়গত সহিংসতার জন্য পরিচিত। তবে এই হামলার দায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনও স্বীকার করেনি।

এই অঞ্চলে সম্প্রতি জমি নিয়ে বিতর্ক এবং সশস্ত্র সংঘর্ষের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আগস্ট এবং অক্টোবর মাসে জমি নিয়ে বিতর্কে সশস্ত্র সংঘর্ষ হয়, যা কয়েক সপ্তাহ ধরে চলেছিল এবং এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এছাড়া, গত কয়েক সপ্তাহে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে একাধিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি মাসে পাকিস্তানজুড়ে একাধিক সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশিরভাগ সহিংসতার দায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সংগঠনটি স্বীকার করেছে। এই গোষ্ঠীকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘ তালিকাভুক্ত করেছে এবং ইসলামাবাদ অভিযোগ করেছে যে, আফগানিস্তানের তালেবান শাসনের অধীনে থাকা ‘অভয়াঞ্চল’ থেকে টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ বৃহস্পতিবার বলেন, তাদের সরকারের দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে আফগান তালেবান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তালেবান নেতারা দাবি করেছেন, তারা টিটিপি বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেন না এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য কাউকে সুযোগও দেন না।

এই হামলার ঘটনা পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রমের তীব্রতার একটি নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো. মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনী ও মুঈনুল ইসলাম।

১৮ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির তালিকা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। ২২ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এই কমিটি দিয়ে এতদিন সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার