অবৈধ সরকারে কাছে দাবি করছেন কেন: ওবায়দুল কাদের
ছবি- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়,বাধা সরকার- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে দলটির মহাসচিব মির্জা ফিকরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এ অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এ প্রশ্ন করেন।
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। আর এ সরকার অবৈধই বা কী করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধি রয়েছে।’
ঢাকা শহরে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে অর্ধেক ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পরিবহন মালিক-শ্রমিকদের আবারও অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী। পরিবহন মালিক শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?
এসএম/এসএন