জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও বাদ তৈমুর
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যপদ হারালেন তৈমুর আলম খন্দকার। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পাওয়ার পর এবার দলীয় আইনজীবী ফোরামের পদ হারালেন তিনি।
তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। এরইমধ্যে সব পদ থেকে তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে দল।
ফোরামের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের একজন নাম না প্রকাশ করার শর্তে ঢাকাপ্রকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,দলের নির্দেশে আমরা তাকে (তৈমুর আলম খন্দকার) ফোরাম থেকে বাদ দিয়েছি। এখন এই সংক্রান্ত চিঠি আমরা ফোরামের নারায়ণগঞ্জ শাখাকে জানিয়ে দেবো।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফোরামের দপ্তরের দায়িত্বে থাকা মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত তৈমুরকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়। চিঠিটি নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে পাঠানো হবে।
এর আগে, গত ২ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৈমুরকে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতির বিষয়টি প্রকাশ করেন।
খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টিকে দলের 'সময়োপযোগী সিদ্ধান্ত' বলে প্রতিক্রিয়া জানিয়ে গত সোমবার (৩ জানুয়ারি) তৈমুর বলেন, দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। তবে আমি মনে করি, যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সবার তৈমুর। গণমানুষের তৈমুর গণমানুষের কাছে ফিরে যাবো। আমার ভাগ্যের মালিক আল্লাহ।
গত ২৬ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। তার স্থলে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তৈমুরকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটি করা হয়েছিল।
এমএ/কেএফ/