সংলাপের আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে চিঠি
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজপথের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে। বিএনপির সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত হয়েছে ১২ জানুয়ারি বিকাল ৪টায়।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে বিএনপিকে সংলাপের জন্য বঙ্গভবন থেকে চিঠি পাঠানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাপ্রকাশকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা চিঠি পেয়েছি। আগেই বলেছি রাষ্ট্রপতির সংলাপ একটি প্রহসন। তারপরও দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নতুন নির্বাচন কমিশন গঠন করতে গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হয় সার্চ কমিটি গঠনের আলোচনা। এখন পর্যন্ত ২৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার নতুন যে কয়টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত হওয়ার কথা বঙ্গভবনের প্রেস উইং জানায়, তাতে বিএনপির নাম রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংলাপে যাবে না।
এ ছাড়া সংলাপের জন্য আমন্ত্রণ পেয়েছে গণ ফ্রন্ট। দলটির সঙ্গে সংলাপের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায়, একই দিন সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে যাবার আমন্ত্রণ পেয়েছে লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)। ৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় কৃষক শ্রমিক জনতা লীগ একই দিন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) পরদিন ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় জাতীয় পার্টি (জেপি) ও সন্ধ্যা ৭ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ১১ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ওই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ১২ জানুয়ারি বিকাল ৪ টায বিএনপি এবং সন্ধ্যা ৬টায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
এসএম/এমএইচ/এপি/