ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, লেখকসহ আহত ১৩
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১৩ জন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চের ডান পাশে নেতাকর্মীদের অবস্থান নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। এরপর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৩টায়।
প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে ৪টার দিকে অনুষ্ঠানে যােগ দেন সম্পাদক লেখক। অনুষ্ঠান শুরুর ঠিক আগে মঞ্চের পাশে সংগঠনটির নেতাকর্মীরা হাতাহাতি, চেয়ার ও ইট-পাটকেল নিক্ষেপে জড়ায়।
নিজেদের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে পরে হাতাহাতিতে পৌঁছায়। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাকের ওপর চড়াও হয় সংগঠনটির নেতাকর্মীরা। হাতাহাতির বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সজীব নাথ ঢাকাপ্রকাশকে বলেন, তেমন কিছু না। বড় অনুষ্ঠানে নিজেদের মধ্যে এ রকম ঘটনা হতেই পারে। এখন সব ঠিক হয়ে গেছে।’
এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা কলেজ সাউথ হলের কর্মী নীরব মাতুব্বর বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আমরা সবার আগে অপরাজেয় বাংলার সামনে অবস্থান করি। এ সময় ঢাবির জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীরা এসে আমাদের সামনে অবস্থান করতে চান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীরা পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বাঁশ নিয়ে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। বেশিরভাগ কর্মী মাথায় আঘাত পেয়েছেন। কয়েকজনের দাঁত ভেঙে গেছে। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে এ বিষয়ে ঢাবির জসীমউদ্দিন হল ছাত্রলীগের কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি।
ঢাবির আহত ছাত্রলীগ কর্মীরা হলেন : জুবায়ের আহমেদ (২২), মাহবুব আলম (২২), শিমুল বিশ্বাস (২১), গালিব আহমেদ (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২) ও অপু (২৪)। ঢাকা কলেজের আহত ছাত্রলীগ কর্মীরা হলেন: হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান খান (২৩), আল-আমিন (২০) ও আবু নোমান (২৭)।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। আহতদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এনএইচ/এসএম/এমএমএ/এসআইএইচ