খালেদা ইস্যুতে ১২ জানুয়ারি থেকে বিএনপির নতুন কর্মসূচি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি থেকে নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গত ৩ জানুয়ারি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অবশিষ্ট জেলাগুলোতে আগামী ১২ জানুয়ারি থেকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য মহাসচিবকে দায়িত্ব প্রদান করা হয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সভায়, সম্প্রতি টঙ্গী ও চট্টগ্রামে র্যাবের নির্যাতনে দুইজনের মৃত্যুর যে সংবাদ প্রকাশিত হয়েছে, এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামানকে অনুরোধ করা হয়।
এমএইচ/এসএ/
