‘খেলা হবে-ফাইনাল খেলা বক্তব্যে আতঙ্কিত মানুষ’
সরকারি দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি নেতাদের ‘খেলা হবে-ফাইনাল খেলা’ জাতীয় বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
রবিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশে সভা-সমাবেশ করা নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। পাশাপাশি সভা-সমাবেশে যোগদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
শহিদুল ইসলাম বলেন, সরকারি দলের সিনিয়র নেতারা যদি বলেন, খেলা হবে-ফাইনাল খেলা তবে দেশের সাধারণ মানুষ যেমন নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অপরদিকে, সরকারি প্রশাসন ও যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে বিরোধী দলের নাগরিক অধিকার হরণ করতে অতিউৎসাহী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, গত কয়েকদিনে সরকারি দলের কয়েকজন দায়িত্বশীল নেতার ‘খেলা হবে, ফাইনাল খেলা’ দেওয়া বক্তব্য সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। সভা-সমাবেশ করা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। তারপরেও ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যেভাবে হত্যার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শহিদুল ইসলাম বলেন, দেশের মানুষ রাজপথে সহিংসতা চায় না। পুলিশের গুলিতে কোনো মায়ের সন্তান, কোনো বোনের স্বামী, কোনো সন্তানের বাবা নিহত হোক তা কাম্য হতে পারে না।
ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এমএইচ/আরএ/