আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ বললেন মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ জানুয়ারি) বেলা বারোটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল, জন্ম থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারত না। সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তাদের বড় হাতিয়ার। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভিন্নমত দমনে মিথ্যা মামলা দেওয়া।’
তিনি আরও বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি ও প্রতিবাদ কর্মসূচি, দাবি আদায়ে প্রক্রিয়া দেখে সরকার ভীত। তাই তারা বিরোধী দলের গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকুক দেশের জনগণ চায় না। অথচ এই অনির্বাচিত সরকার যাদেরকে অনেকেই মিডনাইট সরকার বলে থাকেন, তারা নীলনকশা বাস্তবায়নে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
এমএইচ/এসএ/
