ঐক্য নিয়ে রব-ফখরুলের বাহাস!
ফাইল ফটো
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক সেই মুহূর্তে মঞ্চের দিকে এগিয়ে আসতে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে বলেন, ‘ঐক্যর কথা বলছেন? রাস্তায় নামেন, রাস্তায় নামতে হবে।’
আ স ম আবদুর রবকে মঞ্চের দিকে আসতে দেখে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা রব সাহেব এসেছেন, উনি আমার পর বক্তব্য দেবেন, পরে বক্তব্য দিলেই ভালো হবে। ঠিক এ কথার পরেই অনেকটা হাস্যেজ্জল মুখে তিনি বলেন, ‘সারাদেশে বিএনপির কর্মসূচি চলছে, আমরা রাস্তায় নেমেছি। আর কীভাবে রাস্তায় নামতে হবে? আপনারাও রাস্তায় আসুন।’
সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের স্মরণসভায় উভয় নেতা এমন বাহাস করেন।
এ স্মরণসভার আয়োজন করে জাতীয় পার্টি (কাজী জাফর)। সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে বিএনপির চলমান আন্দোলন বেগবান হয়েছে। মানুষ সরকারের পতন ঘটাতে রাস্তায় নেমে এসেছে। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। দেশের বিভিন্নস্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করছে, কোথাও কোথাও পুলিশ গুলি করছে।
তিনি বলেন, ‘সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। সরকারবিরোধী সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। আশা করছি অতি দ্রুত সেই ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথের আন্দোলনে এই অনির্বাচিত সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনকল্যাণমূলক সরকার গঠিত হবে।’
সভায় বক্তব্য রাখেন— জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
এইচএম/আরএ/