সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপর জনগণের ক্ষোভ এখন তীব্র মাত্রা লাভ করেছে। বিরোধী দলহীন একদলীয় শাসন ও সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে এই জুলুমবাজ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই দেশকে বিরোধী দলহীন করার জন্য বর্তমান শাসকগোষ্ঠী সরকার দলীয় সন্ত্রাসী ও সরকারি যন্ত্রকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে।
রবিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্নকরণের জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে শাসকগোষ্ঠী। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আওয়ামী সশস্ত্র দুর্বৃত্তরা সারাদেশে বেপরোয়া সহিংসতার ধারাবাহিকতায় আজ বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উপর আক্রমণ চালানো হয়েছে তাকে হত্যা করার জন্য এই আক্রমণ। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান।
মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের সীমাহীন দাম বৃদ্ধি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণ এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে। এদের ব্যর্থতা সীমাহীন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা মানুষের চোখকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অমানবিক কাজে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, নিশিরাতের সরকার জনগণের দুঃখ-কষ্টের কোনও ধার ধারে না। জনগণকে অনাহারে-অর্ধাহারে রেখে তারা সুখের বিলাসে মত্ত আছে। আর সেজন্য সুষ্ঠু ভোট, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাসহ জনগণের সকল অধিকারকে সমাধিস্থ করেছে। দুর্বৃত্তায়নের আধিপত্য বিস্তার করেছে বলেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। দুর্বৃত্তদের দৌরাত্ম বেড়েই চলেছে। সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, আজ আদালত থেকে বের হবার পর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উপর আওয়ামী সন্ত্রাসীরা নারকীয় হামলা চালিয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অনিন্দ্য ইসলাম অমিতের উপর হামলার পর যশোর বিএনপি কার্যালয়েও সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে, ভাংচুর করেছে। যশোর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অন্যান্য নেতা-কর্মী ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা চলছে। আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের উপর হামলা এবং তার গাড়ী ভাঙচুরের ঘটনা নজীরবিহীন। আমি তার ওপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এসআইএইচ