মেয়রের দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবে না আওয়ামী লীগ
সিলেট রেজিস্টারি মাঠে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দিতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশেন। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কিন্তু সিসিকের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীর এই সংবর্ধনায় বিমুখ আওয়ামী লীগ। সিসিকের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তারা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
সংবর্ধনা বিষয়ে প্রতিক্রিয়ার জবাবে সিলেট মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে অশোভন কথাবার্তা বলে থাকেন। তাছাড়া তার সঙ্গে আরও কিছু মানুষ সম্পৃক্ত রয়েছে। যে কারণে সিসিকের দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবে না সিলেট মহানগর আওয়ামী লীগ।
সংবর্ধনায় যোগ দেওয়া প্রসঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘কাল আমি সিলেটে থাকছি না'। তাহলে জেলা আওয়ামী লীগ কি সংবর্ধনায় যোগ দিচ্ছে না ?-এমন প্রশ্নের উত্তরে তিনি ‘না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করছে সিলেট সিটি কর্পোরেশন।
ডিডি/এএন