ইউপি নির্বাচনে কোটি টাকা খরচ আমাদের কী হবে?
এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোটি টাকার উপরে খরচ হয়েছে। সামনে যদি তারা সংসদ সদস্য নির্বাচন করেন তখন তাদরে কী হবে? এমন প্রশ্ন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি আক্ষেপ করে বলেন, ‘এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোটি টাকার উপরে খরচ হয়েছে। আমরা যদি সংসদ সদস্য নির্বাচন করি তখন কী হবে আমাদের? নির্বাচন কমিশন ও প্রশাসন টাকার খেলা নিয়ন্ত্রণ করতে পারে। তাই স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে হবে।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই মন্তব্য করে মেনন বলেছেন, ‘একটা বিষয়ে রাষ্ট্রপতি দু:খ করেছেন। যেটা আমাদেরও বক্তব্য। রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি চলে গেছে। সংসদের মধ্যেও রাজনীতিবিদদের জায়গা নেই। আমরা আশা করব রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্বাচন এবং নির্বাচন কমিশন একটা বড় ভূমিকা পালন করতে পারে। যদি নির্বাচনকে টাকার খেলায় পরিণত করা না হয়। এবারে উপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য কোটি টাকার উপরে খরচ হয়েছে। তাহলে আমরা আমরা যদি জাতীয় সংসদের সদস্য হই তখন কি হবে? সেটা তো বোঝা উচিত আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই রাষ্ট্রপতিও দুঃখ করেছেন। সংসদের মধ্যেও রাজনীতিবিদদের জায়গা নেই। আমরা আশা করব রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন বড় ভূমিকা পালন করবে। রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্বাচন এবং নির্বাচন কমিশন একটা বড় ভূমিকা পালন করতে পারে।’
নতুন ইসি গঠন হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না? এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন বর্জন করব না। দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হচ্ছে। এর বাইরে তো নির্বাচন ব্যবস্থা সংবিধানে নেই। আমি মনে করি না সংবিধানে এই মুহূর্তে এটা করতে হবে। এটা করতে গেলে সমস্ত রাজনৈতিক দলের মতামত লাগে।’
এসএম/এমএমএ/