প্রধানমন্ত্রী বিএনপির কর্মসূচি নির্ধারণ করতে চান: শামসুজ্জামান
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'তথাকথিত বলেন আর অনির্বাচিত নিশি রাতের প্রধানমন্ত্রী বলেন না কেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসে আছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন- আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসেন, আমি আপনাদের চা খাওয়াব। অথচ আমরা বিএনপির পক্ষ থেকে এমন কোনো কর্মসূচি দেইনি। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী এখন বিএনপির কর্মসূচি নির্ধারণ করতে চান।'
বুধবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল। সভাপতি তো করেছেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাবেক এ ছাত্রনেতা বলেন, চায়ের দাওয়াত না দিয়ে জাতির সামনে বলেন যে, আসুন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দুর্বলতা কাটিয়ে তুলতে আলোচনা করি তাহলে আপনি মহারানী হয়ে থাকবেন।'
তিনি বলেন, 'আমরা গণতন্ত্র চাই, ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই। তবে এর অর্থ এ নয়- ভোট না হলে সরকারের পরিবর্তন করব না। আপনাকে (প্রধানমন্ত্রী) আপনাকে পরিবর্তন করতে ভোট নাকি গণ অভ্যুত্থান। ভোট না হলে গণ অভ্যুত্থান- দুইটি সাংবিধানিক পদ্ধতি। তাই ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথ একমাত্র ফয়সালা হবে।
এসএন