প্রতিক্রিয়া/বাজেট প্রত্যাখ্যান বলে লাভ নেই: আমির খসরু
জাতীয় অর্থবছর ২০২২-২০২৩ প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বলে লাভ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট নিয়ে বলতে ইচ্ছা নেই, মনমানসিকতাও নেই। তারপরও বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। তাই দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলে। তবে অনির্বাচিত অবৈধ সরকারের প্রস্তাবিত বাজেটকে কোনো ভাবেই সমর্থন করতে পাচ্ছি না। দেশে মেগা প্রকল্পের নামে যে ধরণের লুটপাট করা হচ্ছে, সেখানে এই ধরণের বাজেটের মাধ্যমে জনগণ আরো চাপের মুখে পড়বে। বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর বনানী নিজ বাসভবনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে বৃহত্তর বাজেট প্রস্তাব করা হয়েছে সেটা দেশ ও দেশের মানুষের জন্য মূলত কতটা ব্যবহার করা হচ্ছে কিনা সে নিয়ে সন্দেহ আছে। এক দিকে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে সরকার যেভাবে দেশের মানুষ কে ভয় দেখাচ্ছে, অন্যদিকে দেশে যেভাবে লুটপাট দুর্নীতি চলছে যেভাবে বাজেটের একটি বড় অংশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। যারা ইতিমধ্যে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে যাদের পৃষ্টপোষকতায় তারাই আবার বাজেটের মাধ্যমে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনতে সুযোগ তৈরি করে দিচ্ছে। যা বাংলাদেশের সংবিধান, নীতিনৈতিকতা ও আইনের পরিপন্থী। মূলত অনির্বাচিত অবৈধ ও দখলদার সরকার হলে যে, কতকিছু করা যায় তার বড় প্রমাণ এই বাজেট।
আমির খসরু বলেন, বাজেটের অর্ধেকের চেয়ে বেশি টাকা বিদেশে পাচার করা হয়ে যায়। বাজেট বাস্তবায়ন না করার কারণে টাকা জনগণের কাছে যাচ্ছে না। অথচ জীবনযাত্রায় তাদের টাকা খরচ করতে হচ্ছে। এই বাজেটে সরকারি পৃষ্ঠপোষকতায় লুটপাট করবে। মানুষ চারদিকে আক্রান্ত হবে। দিন শেষে জনগণের কাছ থেকেই টাকা নিতে হবে। মূল সমস্যা হচ্ছে-রাষ্ট্রীয় তহবিলে যে টাকা থাকার কথা ছিল তা নেই বলে বাজেট বাস্তবায়ন করতে গেলে জনগণের ওপর আরো চাপ বাড়বে।
এদিকে বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদে বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। প্রতি বছর বাজেট পেশের আগে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল আকারের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিকাল ৩ টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন।
এএজেড