জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সংলাপ বুধবার
দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এবার জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বসবে বিএনপি। বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা প্রকাশ-কে এতথ্য জানান। তিনি জানান, জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অংশ নিবেন।
গত ২৪ মে বিএনপির হাইকমান্ডের নির্দেশে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করেছে দলটি। যা চলতি মাসেই শেষ হওয়ার সম্ভাবনা থাকছে। সেই বিবেচনায় সংলাপ শেষে জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত পথে রুপ নেবে বলে আশাবাদী হয়ে উঠছে বিএনপির নেতৃত্ব।
ইতিমধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টি-বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। সেই ধারাবাহিকতায় আগামী কাল জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে দলটি।
এএজেড